এক হাঁটু সুগন্ধি জল, বগলে চপ্পল নিয়ে কর্দমাক্ত পথে অনিশ্চিত গমন।
জলজ জীবন, কোথায় জানাতে হয় নালিশ, কে জানে কোথায় জমা দেবো কষ্টার্জিত ক্ষোভ, আগুন ক্রোধ,
অজ্ঞাত।
কেবল প্রতিকারবিহীন এক সময়, কেবলি অন্ধকারের ক্ষত।
লাম্পট্যের মত নগ্ন বাজার দর মহিষের চামড়া ছিলছে নিরীহ পাবলিকের। বোবা কান্নার ভেতর তীব্র অসুখ
পৌঁছায় না খোদার আরশ তক।
চন্দ্রযান, রকেট- বেঁচে থাকার কী বিপুল সম্ভার, ফুসফুস ভরা বিশুদ্ধ অক্সিজেন, উড়ছে একঝাঁক স্বপ্ন বিলাস,
আহা গন্তব্য, সূর্যের শেষ সীমায়, তুমি উড়ছো হে
আগুন পাখি ---নীলিমায়, নীলিমায়---
মৌসুম মনজুর, সহকারী অধ্যাপক, ইংরেজি ,
কাঁচকুড়া কলেজ, উত্তরখান, ঢাকা
২৪/৮/২০২৩