দেখিতে বেশ রূপ যে অশেষ আমার সবুজ বাংলাদেশ।।
নদীতে ফেলে জাল, জেলেরা গায় সুরে গান,
মন হরষে কৃষাণেরা ঐ কাটছে সোনালী ধান।
কৃষাণের ধান কাটা জেলেদের গান গাওয়া
নদী পাড়ে কাশবন কি অপরূপ পরিবেশ।।
ঘোমটা দিয়ে নব বধু নায়ারে যায় গরু গাড়িতে,
লজ্জায় ঢাকিয়াছে মুখখানি আঁচল টেনে শাড়িতে।
নায়ারে যাওয়া গরু গাড়িতে মুখ ঢাকা শাড়িতে
বাঁধিয়াছে খোপা দারুণ কালো মাথার কেশ।।
শাপলা ফুল ফুটে পুরো বিল হয়েছে সাদা,
আজ পরাণ ভরে তুলিতে শালুক নেইরে বাঁধা।
শাপলা ফুল ফোটা ছেলেদের শালুক তোলা
কত শোভা দেখিতে আমার শ্যামল বাংলাদেশ।।
মাঝিরা নৌকা ছেড়ে গায় জারি-শারি গান,
রাখালের বাঁশীর সুরে জুড়ায় হৃদয় ও পরাণ।
জেলেদের জারি গান রাখালের বাঁশীর সুর
সকল ব্যথা ভুলিয়ে দেয় আমার রূপসী বাংলাদেশ।।
হুতোম প্যাঁচা বেঁধেছে বাসা হিজল গাছের ডালে,
খেজুর রসের পায়েস খেতে মজা শীত কালে।
দেখিতে বেশ রূপের নেইযে শেষ খোদার কৃপা অশেষ।
রূপময় সবুজ শ্যামল আমার রূপসী বাংলাদেশ।।