রাত ক্রমশ যত নিঝুম হয়ে আসে
অচেনা কবিতারা তখন একে একে
ছায়ার মতো নিবিড় হতে থাকে,
অজানা অক্ষরেরা সবাই নিজস্ব
অবয়ব ধারণ করে পেন ও কবিতার
খাতার সঙ্গে চুপিচুপি কিছু কথা বলে,
সাক্ষী হয়ে থাকে সেই পুরোনো লেখার
টেবিল,চেয়ার আর ধুসর বইয়ের শেল্ফ।
এমন রাতে কোনো এ্যালজোলামে
ঘুম আসেনা, তারপর সকালে দেখি
রোদের জাফরি কাটা ঘরের মেঝেতে
আমাকে ঘিরে বসে আছে টুকরো টুকরো
কবিতা গুচ্ছ আর ফেলে আসা নির্ঘুম রাত,
এভাবেই দিন কেটে আবার রাত আসে।