প্রিয় মা,
গগন ভেদিয়া চিৎকার উঠে
বাচাও, বাচাও, বাচাও
চারদিকে অসহ্য কলরব।
মজলুমাদের আত্ম-হাহাকারে
থরথর মেদিনী
লেফট-রাইট, লেফট-রাইট।
দিন দিন ভারি হচ্ছে
লাশের মিছিল
একক, দশক, শতক, সহস্র, লক্ষ, কোটি।
গগন ভেদিয়া চিৎকার উঠে
বাচাও, বাচাও, বাচাও
চারদিকে অসহ্য কলরব।
মজলুমাদের আত্ম-হাহাকারে
থরথর মেদিনী
লেফট-রাইট, লেফট-রাইট।
দিন দিন ভারি হচ্ছে
লাশের মিছিল
একক, দশক, শতক, সহস্র, লক্ষ, কোটি।
অতঃপর ভালো আছি
কেউ জিজ্ঞেস করলেই জবাব।
তিন বেলা ভালোই খাচ্ছি
গোগ্রাসে সাবাড় করছি রবিশস্য।
মা, তোমার আচলে লুকাই
একটু ব্যথা পেলে
তুমি কতই না বিচলিত হও
মসজিদে সিন্নি মান্নত কর।
বাবার চোখেও ঘুম নেই
আনলিমিটেড খোঁজখবর-পায়চারী।
আমার কষ্টে তোমাদের অশ্রু বাধ মানে না।
কিন্তু প্রিয়ভূমি আজ ভালো নেই
ভালো নেই তার সকল সন্তান
তুমি, বাবা কেউ ভালো নেই।
আমিও কি ভালো আছি?
হিংস্র দানব, রাক্ষস ও অসুরের জিম্মিতে
আজও ভোরের সূর্য লুকায়
পূর্বাকাশে উদিত হওয়ার আগেই।
ব্যালকনীতেও তোমার কন্যা ভয় পায়
তার চোখের সামনে ভেসে উঠে
জন্তু জানোয়ারের নখের আঁচড়।
তোমার কন্যাও ভালো নেই
ভালো নেই কেউ।
এভাবে আর কতদিন চলবে?