কষ্ট আমার অতি আপন যায়না কভু ছেড়ে
কষ্ট নাকি ভুলে যাবে আমি গেলে মরে
অনকে কষ্ট জমা আছে আমার বুকরে
তাই তো আমি বেচে আছি হয়ে যাযাবর।
ছলনাময়ী ঐ পাষানী যেদিন গেল চলে
সেদিন থেকে এই বুকতেে কষ্টরা ঘর বাধে
ঐ পাষানীর কথা আমি ভুলতে পারিনা ,
রাত্রি জগেে লেখি তাই কষ্টএর কবিতা ।
তবুও আমি দোয়া করি কষ্ট নিয়ে বুকে
ঐ পাষানী পরের ঘরে থাকে যেন সুখ।
-রুহুল আমিন রাকিব