যাযাবর ।। রুহুল আমিন রাকিব

 

কষ্ট আমার অতি আপন যায়না কভু ছেড়ে
কষ্ট নাকি ভুলে যাবে আমি গেলে  মরে
অনকে কষ্ট জমা আছে আমার বুকরে
তাই তো আমি বেচে আছি হয়ে যাযাবর।
ছলনাময়ী ঐ পাষানী যেদিন  গেল  চলে
সেদিন  থেকে এই বুকতেে কষ্টরা ঘর বাধে
ঐ পাষানীর কথা আমি ভুলতে পারিনা ,
রাত্রি জগেে লেখি  তাই কষ্টএর  কবিতা ।
তবুও আমি দোয়া করি কষ্ট নিয়ে বুকে
ঐ পাষানী পরের  ঘরে থাকে যেন সুখ।

-রুহুল আমিন রাকিব

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post