আলোক বর্তিকা ।। তাশফিয়া তনু

 

নষ্ট সভ্যতা ছেড়ে চলে এস
 ঝেড়ে ফেল আরষ্টতা কুন্ঠিত বোধ,
জাগরনের মশাল জ্বালাও
অন্ধকার ছেড়ে চলে এসো
আলোর পথে|
যে পথে তোমার মুক্তি চিরন্তন
জাগ্রত হও নতুন চিন্তা চেতনায়
ভেঙে ফেল দাসত্বের শিকল,
পা বাড়াও আলোকিত সভ্যতায়
আপন কর্মে তুমি মহীয়সী হও,
জ্বালাও আলোক বর্তিকা|


-তাশফিয়া তনু

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post