কবে ক্ষয়ে গেছে নদীপাড়,
চিল তুলে নিয়ে গেছে রাত
এখন তো যাযাবর দিন,
এই আছি- নেই দিন সাত।।
ক্ষয়ে গেছে বুকটির হাড়,
একটু'য়ে লেগেছে বিচার-
এসো এসো পারিজাত ফুল,
বেঁচে ফেলি আরও দিনচার।।
আমাদের এলোকেশী ঘর
মুছে মুছে করেছি দালান,
নিকানো উঠোনজুড়ে জল
থইথই করে উঠে প্রাণ।।
আমাদের বংশের দীপ
জ্বলে আর নেভে আকছার,
এই পথ বুঝি শেষ হলো
আমাদের ঘর কই আর?