পাখিদের জীবনে আলাদা কোন তপস্যা নাই,
জীবনই তার তপস্যা, খাওয়া কিংবা সঙ্গম যাই বলো।
খাওয়াও কি সঙ্গম নয়, দেহের সাথে দেহের মিলন হয়ে?
অথবা নদীর উপর দিয়ে নদীর বয়ে চলা দেখো।
কিভাবে সবকিছু ছিন্ন করে মহাসাগরের সাথে মিলিত হয়?
পথে কত যে নতুনত্বের সৃষ্টি তা-ও কি সঙ্গমের ফল নয়?
পথে কত যে নতুনত্বের সৃষ্টি তা-ও কি সঙ্গমের ফল নয়?
দেহের সাথে পানি মিলে যাচ্ছে, খাবার মিলে যাচ্ছে,
টের পাও সব আনন্দ বা দুঃখ কিভাবে মিলে যাচ্ছে?
আলো, বাতাস, মাটি, আগুনসহ সবকিছু—
সবকিছুর সাথে সবকিছু মিলে যাচ্ছে,
যেভাবে সুই-সুতার ও কাপড়ের সঙ্গমে কাঁথার জন্ম হয়।
প্রকৃতির আজন্মকালের তপস্যার বা সঙ্গমের ফল মানুষ,
তুমিও বরং সঙ্গম করো তপস্যার মতো ফুল ও পানি হয়ে।