ব্রত || আহসান উল জব্বার



পাখিদের জীবনে আলাদা কোন তপস্যা নাই, 
জীবনই তার তপস্যা, খাওয়া কিংবা সঙ্গম যাই বলো। 
খাওয়াও কি সঙ্গম নয়, দেহের সাথে দেহের মিলন হয়ে?
 
অথবা নদীর উপর দিয়ে নদীর বয়ে চলা দেখো। 
কিভাবে সবকিছু ছিন্ন করে মহাসাগরের সাথে মিলিত হয়?
পথে কত যে নতুনত্বের সৃষ্টি তা-ও কি সঙ্গমের ফল নয়?
 
দেহের সাথে পানি মিলে যাচ্ছে, খাবার মিলে যাচ্ছে, 
টের পাও সব আনন্দ বা দুঃখ কিভাবে মিলে যাচ্ছে? 
আলো, বাতাস, মাটি, আগুনসহ সবকিছু— 
সবকিছুর সাথে সবকিছু মিলে যাচ্ছে, 
যেভাবে সুই-সুতার ও কাপড়ের সঙ্গমে কাঁথার জন্ম হয়।
 
প্রকৃতির আজন্মকালের তপস্যার বা সঙ্গমের ফল মানুষ, 
তুমিও বরং সঙ্গম করো তপস্যার মতো ফুল ও পানি হয়ে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।