শুনেছি আজ চাঁদের আলো নিলাম হবে,
জমেছে ভিড় জমাট বাঁধা অন্ধকারের অন্তরালে।
বিষন্ন মন দিগন্তহীন অপার মায়া গৃহের বাঁধন ছিঁড়ে,
চাঁদ নাকি আজ দাম রেখেছে তারই আলোক কণার।
নাম জানিনা জানিও না ঠিক মুখ খানি তার,
তবু কেমন টানছে আমায় ,যেতে হবে লোক চক্ষু আড়াল রেখে,
সম্মানে তার বাধবে বাধা সাধবে অলীক
পিছু টানের সমাজের এই কপট জিঞ্জিরাতে।
ধর্মতলার মোড়ের কোনে,
নয়তো কোনো গলির মুখের জমাট বাঁধা অন্ধ ঘরে,
নিত্য নুতন নিলাম চলে চাঁদ এবং সেই চাঁদের মতন চাঁদের আলোর ছায়া।