চন্দ্র ছায়া ।। শুভজিৎ মন্ডল

 


শুনেছি  আজ চাঁদের আলো নিলাম হবে,
জমেছে ভিড় জমাট বাঁধা অন্ধকারের অন্তরালে।
বিষন্ন মন দিগন্তহীন অপার মায়া গৃহের বাঁধন ছিঁড়ে,
চাঁদ নাকি আজ দাম রেখেছে তারই আলোক কণার।
নাম জানিনা  জানিও না ঠিক মুখ খানি তার,
তবু কেমন টানছে আমায় ,যেতে হবে লোক চক্ষু আড়াল রেখে,
সম্মানে তার বাধবে বাধা সাধবে অলীক 
পিছু টানের সমাজের এই কপট জিঞ্জিরাতে।
ধর্মতলার মোড়ের কোনে,
নয়তো কোনো গলির মুখের জমাট বাঁধা অন্ধ ঘরে,
নিত্য নুতন নিলাম চলে চাঁদ এবং সেই চাঁদের মতন চাঁদের আলোর ছায়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।