হাওরের ভেতর বয়ে চলা নিঃসঙ্গ সড়কটিই যেন
আমি
যে পথে মুখর বাতাস আর ঢেউয়ের অথৈ মাতামাতি
বাইরে জলের রূপালি কোলাহল, ভেতরে আমি নিঃসঙ্গ কাঁদি।
আমার নিঃসঙ্গতার কোনো শাখা প্রশাখা নেই
আমার প্রগলভতারও কোন বাহুল্য নেই, আমি এক
ও অবিভক্ত, পথ হাটি এক অপরূপ স্বপ্নের ঘোর।
শিশির পড়ার শব্দে ঘুম ভেঙ্গে গেলে হাওর কাঁদে
একাকীত্বের নির্জনতা ঝুলে থাকে তার রূপালি সৈকতে
চাঁদ মুখ লুকায়, মেঘের ভেতর তোলপাড় করে সহস্র শব্দের কোলাহল ।
নিমগ্ন এক জীবন পথ হাঁটে জলের ভেতর,
কষ্টের ফোটা ছুঁয়ে ছুঁয়ে যায় বাতাসের চিৎকার, জীবন
এক অনন্ত তৃষ্ণা
আকণ্ঠ পান করা অতৃপ্তির নীল সরোবর।
০৩/১১/২৩
সহকারী অধ্যাপক, ইংরেজি
কাঁচকুড়া কলেজ, উত্তরখান, ঢাকা।