ঘোড়ার পিঠে চড়ছে গাধা
লাগছে কি-যে বেশ,
ঘোড়ার মুখে লাগাম দিয়ে
এগিয়ে যাচ্ছে দেশ !
হায়না-কুকুর খাবলে খাচ্ছে
মাটি-কাদা, রত্ন
সোনার দেশে কেউ রাখে না
মায়া হরিণের যত্ন !
মাটির ঘরে পিঁপড়ের বাসা
চারিদিক এলোমেলো
শেয়ালের হাঁকে ভয় পেয়ো না
জীবনটা জমকালো !
সাতভিটা, নারিশা, দোহার, ঢাকা, বাংলাদেশ।