শরতের শেষে হেমন্ত এলো
কুয়াশা জড়ানো সকাল
দিনের শেষে মিষ্টি হাওয়ায়
মুগ্ধতা ছড়ায় বিকাল।
হেমন্তকাল শীত গরমের
অপরুপ চলে খেলা
নতুন ধানের মুখরোচক পিঠে
তৈরিতে যায় বেলা।
ভোরের আকাশে হালকা কুয়াশা
শিশিরে ভেজা মাঠ
বৈচিত্র্য রূপে সাজে প্রকৃতি
খোকা খুক ভুলে পাঠ।
সন্ধ্যা হলে গানের আসরে
পুঁথি পাঠে মনো মুগ্ধ
শিউলি কামিনী ফোটেছে বনে
মিষ্টি মধুর গন্ধ।