অন্ধ তো তখন,কী স্বর্গ-অর্গল বা কী অনল-
পদস্থলন হয়েছে তো সেই কখন,
আর আঁধার জুটে গেছে মাটির দেহে;আজনমের মতন
ব্যথিতের চোখে সবে শুরু;প্রণয়ীর চোখ অন্ধ,সত্য।
সুখের পীড়ায় আরোগ্য যখন
মধুমাসে ঘুমোনো মৌ-এর বিভ্রাট!
সব সত্যের উর্ধ্বে গিয়ে কে বাছাই করেছে ঘাতক
(খুন যে হতো তা তো জানাই ছিল)
শুধু মন খোঁজে সে শ্রেষ্ঠ প্রণয়ীকে,
যে চতুর হন্তারক সে
- অবশ্যম্ভাবী করেছে আজ অব্দি প্রতিটি হত্যাকে।