সকল সম্ভাব্যতা ।। সুবাইতা প্রিয়তি


অন্ধ তো তখন,কী স্বর্গ-অর্গল বা কী অনল-
পদস্থলন হয়েছে তো সেই কখন,
আর আঁধার জুটে গেছে মাটির দেহে;আজনমের মতন
ব্যথিতের চোখে সবে শুরু;প্রণয়ীর চোখ অন্ধ,সত্য।
         সুখের পীড়ায় আরোগ্য যখন
 মধুমাসে ঘুমোনো মৌ-এর বিভ্রাট!
সব সত্যের উর্ধ্বে গিয়ে কে বাছাই করেছে ঘাতক
(খুন যে হতো তা তো জানাই ছিল)
শুধু মন খোঁজে সে শ্রেষ্ঠ প্রণয়ীকে,
যে চতুর হন্তারক সে
- অবশ্যম্ভাবী করেছে আজ অব্দি প্রতিটি হত্যাকে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।