ভূয়া নিঃশ্বাসের বারান্দা ।। মোহাম্মদ শহীদুল্লাহ



ঝুলে পড়ার অপেক্ষায় বৈষয়িক খুটিনাটি; 
ভেজালের মহোৎসবে নিসর্গের মায়াকান্না,
ভারাক্রান্ত সেতুর মাঝখানে আমাদের
নৈমিত্তিক বাজার সদাই। 
উলঙ্গ মাচানে বিষন্নতার কচিসুখেরা লতিয়ে উঠেছে,
নীল,সবুজ মাছির শুষে খাওয়া গর্ভমুণ্ডে
ক্লিষ্ট বিনিয়োগ শিরোনাম খুঁজে পাচ্ছেনা।
 
অপারগতার নির্গমনলে ঐকান্তিক আবেগ
ঢেলে দিলাম তাই বহুজাতিক সরোবরে।
সান্ত্বনার সান্দ্রিক পরিচিতি আর
নিশাচরের সেলুলোজ ভালোবাসা
ইসকাপনের নাম্বার হাতড়ায়।
ভিজতে যাওয়ার মাঝপথে থেমে গেছে দুরন্তপনার এলবাম,
যত ডাহুকডাকার নির্জন ক্যালকুলাসে
ডানপিটে বলপেনের নিখুঁত দৌঁড়ানো আরকি,
এর চাইতে আপাতত খোলামেলা
কিছু নেই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।