আমার আকাশ আগের মতোই
ঘোর আঁধারেও চাঁদের মতোই
রোশনাই,
পূবের বাতাস বৈরি হলে
আবার তুমি তৈরি হলে
দোষ নাই,
আমার আবার মৈত্রী করার
আগের মতো ভক্তি করার
জোশ নাই।
শোকের তাপে সুখের মায়া
বদলে গেছে দুঃখের কায়া
মন থেকে,
চাইলে তুমি ফিরতে পারো
হাজারটা ফুল ছিঁড়তে পারো
বন থেকে,
আমার আবার শখ নাই
প্রেম কুড়ানোর বধ নাই
রণ থেকে।
আল আমীন আজহার
শিক্ষার্থী: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।