ঠোঙ্গা ভরা সময় ।। জেসমিন দীপা

 


ধরুন,
আপনাকে যদি কেউ বলে
অতীত হয়ে যাওয়া 
কোন সময় অথবা
কোন বিশেষ জিনিসটা
আপনি নতুন করে পেতে চান
কোন সময়টা পেতে চাইবেন
কোন পরিস্থিতি বা বিষয় টা
ফিরে আসুক, চাইবেন?

আপনারা বিশ্বাস করুন
আমি নাম ডাক প্রাচুর্যের বাহুল্য
মর্যাদা প্রতিষ্ঠা ক্ষমতা
কিছুই চাইবো না
এসবে যে হিংসা বিদ্বেষ বিভেদ
বাড়ে তা আমি জেনে গেছি
আমার যাপিত জীবনে
বহুদিন ধরে লালিত !

আমি চাইবো পৌষের শিশির সিক্ত
ঘাসের ডগা
লাল হলুদ নীল উড়ন্ত ফড়িং আর
অবাক বাল্যকাল
মাঘের শীত আর পর হয়ে যাওয়া
হারিয়ে যাওয়া সকল আপন
এক সাথে খুনসুটি সময়!
ফিরে আর আসবে কী কখনো!

মা বাবাদের উত্তরসূরী
ভাই বোন থৈ থৈ প্রাচীরহীন
 নিকোনো উঠোন
স্নেহ মমতার নিবিড় বন্ধন
ভালোবাসার ছামিয়ানা
একটুখানি আহার
ভাগাভাগির উদারতা 

কোথায় যেন সব হারিয়ে গেছে
কোথাও খুঁজে পাই না
কেউ নেই
যা আছে , সব মৃত
হাসি গান অভিমান মৃত সময়ের
রুক্ষ শুষ্ক আস্তরণ

এই যে জীবন এমন!
অনুতাপে অভিমানে লিখে যাই
কান্না বিষাদ আশ্রয় খোঁজে
শুধু লেখার ভাষায়
পৌঁছে দিতে নির্লিপ্ত আত্মার 
দরজায় জানালায়

সেখানেও চরম দুর্ভাগ্য
তথ্যপ্রযুক্তির অবাধ বিচরণে
রোবটিক জীবন ধারায় 
হৃদয়ের যতো লালিত্য গুম
হয়ে গেছে বরফ কলে
উত্তাপ ফিরে পেতে---

আমি ফিরিয়ে চাইবো
ঠোঙ্গা পড়ার দিন গুলো
রান্নার কাজের শত ব্যস্ততায়
গভীর মনোযোগ দিয়ে
তরকারি যদি পুড়ে যায় যাক
তবু চাই আমার ---

    ঠোঙ্গা পড়া সময়
    ঠোঙ্গা ভরা সময়!

জেসমিন দীপা



Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।