জীবন খেয়া ।। কৃষ্ণ প্রসাদ বসু

 



মরিচীকার মাঝে যদি পাও মরুদ্যান,
তবে কি ভুলবে সে প্রকৃতির দান  !
জীবনের গীত গেয়ে চলছে যে পথিক,
সে পথে কাঁটা বিছানো কি সঠিক ?
ক্ষণিকের অভিনয়ে না ই বা হলে দক্ষ,
ব্যর্থ যদি হও পূরণে লক্ষ্য  !
পথের দু'পাশে থরে থরে ফুলেরা আছে ফুটে,
সাজাবে নতুন দুনিয়া তোমার মনের রাজ্যপাটে।
আপন তো ওরাই সব প্রতি মধাহ্নে,
যখন ছায়াও থাকবেনা তোমার সঙ্গে ।
জীবনটা যেদিন একমুঠো ছাই হবে,
তোমার বিদায় বেলায় পাশে শুধু  সাদা ফুল রবে।
আপন ছিল যারা এতদিন অতি প্রিয়জন,
তোমাকে অশুচি মানবে সেই আত্মজন ।
ঘৃণাভরে দূরে দেবে ফেলে তোমার স্মৃতি,
সে গুলো হবে সব ভৌতিক অনুভূতি ।
স্বার্থের সংঘাতে বদলায় অভিঘাত,
হিসাবের খাতায় লেখা হয় জীবনের ঘাত-প্রতিঘাত।
দিতে দিতে যখন হয়েছো অতি ক্লান্ত,
তখনও চাওয়া পাওয়ায় হয়নি কেউ ক্ষান্ত  !
ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মেঘের ডানায় উড়ে,
চাহিদা না মিটিয়ে তুমি ছিলে অকর্মা ভবঘুরে।
উড়ছে যখন এ দেহের ছাই হাওয়ায়,
ব্যস্ততা তখন পরিজন মনে শুধুই চাওয়া পাওয়ায় ।
আবেগের ঢেউ ধিরে ধিরে স্তিমিত মনের তীরে,
স্বার্থের অধ্যায় লেখা হয় শান্ত  মনের গভীরে ।
আপনার ছিল যত এতদিন পরিবারে,
সে সব গত আজ জীবনের শনিবারে ।
ধরার তীর্থে কত কোলাহল এ বুক জুড়ে,
আজ সব বিলীন মহাশূণ্যে প্রাণভরে।
আমার আমার কোরোনা গো আর,
সকলি রেখে পার হতে হবে জীবনের পারাবার ।
পিছে চিৎকার করবে না কেউ আর-
যাও নিয়ে যা ছিল সব তোমার........
নাটকের হবে শুরু  দখলের কারবার,
সবই পিছে থাকে ডাকেনা সে জন একবার  !
তবে কেন মিছে এত আয়োজন,
আপন করে নাও যেটুকু  প্রয়োজন ।
ক'ফোটা চোখের জলে পথ হবে পিছল,
পরে রবে মায়ের ফেলে যাওয়া আঁচল।
ওপারের ডাক যদি আসে কাছে,
ফিরাবে তাকে কার সাধ্য আছে  !
বাঁধা আছে খেয়া ঘাটের রশিতে,
আয় চলে আয় শেষ খেয়াতে হাসতে হাসতে।
ওরে আয় জীবনের শেষ সীমানায়,
বেলা বয়ে যায় কে যাবি এ শেষ খেয়ায়.....!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।