ঘাস ফুলের প্রাণ || মো: মাসুদ রানা অভ্র

 

               


পথিক, চলো ধীরে ধীরে আলতো পায়ে হেঁটে,
ফিরে দেখ পায়ের চাপে ঘার গেছে মোর ফেটে।
নিশিত- রাতে শিশির বিন্দু করিয়েছে যে স্নান,
সকাল শেষে তীব্রতাপে যায় বুঝি মোর প্রাণ।

কোমল পাতায় শিশির বিন্দু পড়ছে চুয়ে চুয়ে,
মোর শরীরের বালুকণা যাচ্ছে সব-ই ধুয়ে।
দেখ না পথিক, আমরা কেমন ফুল কুঁড়িরা সাজি,
ভ্রমর-তরে মধুগুলো সব বিলিয়ে দিতেও রাজি।

শীতল হাওয়ায় দুলছি সদা আপন হৃদয় খুলে,
পথের ধারে সাজিয়েছি শপ, কত রঙ্গিন ফুলে!
গরল পায়ে ওরে পথিক ধীরে ধীরে চলো,
পায়ের ছাপে প্রাণ বুঝি এবার চলে গেলো।

মাঠের মাঝে, পথের ধারে সবুজ রঙে সাজি,
মোদের জরা বুঝলো না ওই দরগা ঘাটের মাঝি।
তবুও পথিক আস্তে চলো আমার উপর দিয়ে,
লাভ কী বলো ছোট্ট তরুর ছোট্টো প্রাণ নিয়ে?


শিক্ষার্থী, 
ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ, 
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম।  

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।