অতিশয় নিরালোক মোর ললাটে করেছে দান!
তবে কি অশ্রু সিক্ত আঁখি মোর সনাতন প্রাণ?
ক্রোধ মোর অশ্রুপাত হয়ে দিবা রাত্রী ঝড়ে,
অভ্রের গর্জনে নিপাত হয় হিয়ার নীড়ে!
বসুধার মাঝে বিত্তহীনের নেই পুষ্পের পর্শ,
প্রভু মোরে কোন অপরাধে, ভূ শ্রীঘরে আবদ্ধ করেছো।
প্রার্থনা করি প্রভুর কাছে- স্নাত সুখ, বিত্ত, নিপুন কত চাই,
হিয়ার বাট, মাঠ অনলে পুড়ায় তাই।
রবির আলোয় ,বসুধা হয় আলোকিত,
বিত্তহীনের বাজ পড়ে, প্রাণ হলো না শান্ত।
তপনের তীব্রতাপে মেলে না তরু ছায়াতল,
ভূ স্বর্গের আশায় শিল কেটে, শেষ বাহুবল।
সংঘাত করে চলি না, নিপাতের ডরে,
কুসুম ফুটলো না, স্নাত ভোরে।
পুঁজি নেই মোর; বিদ্ধান, বিত্ত, দীপ্তি নেই প্রাণে।
পুলক,খ্যাতি, চাঁদনী মিলিবে কোন জনে?
বিত্তের অদ্রি মেলে কি? রাবণ,অশুরের বাটে,
স্বর্গ ভ্রমে, বর্ণ সেই অয়নে ছুটে।
শিক্ষার্থী,
ব্যাবসায় ব্যবস্থাপনা বিভাগ,
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম।