নাম ছিল দোলনচাঁপা ।। সুবর্ণা দাশ মুনমুন

 

কোন এক বাদামী বর্ষার দিনে
এক শিশি কষ্ট গিলে নিয়েছিল দোলনচাঁপাটা
সেই থেকে কত লাল, নীল রাত
আলগোছে ছুঁয়ে গেছে তার ভাবনার অর্ন্তবাস।
নিশ্চুপ প্রতীক্ষা যেন ,,,
সবুজ ঠোঁটে এক দীর্ঘ চুম্বনের !

অতঃপর আসে এক জ্যোৎস্না মাতাল, বধির রাত,,,
শিশিরের নির্বিকার স্পর্শে
খুলে দেয় শরীরের পবিত্রতম জানালা
বধির রাত হয়ে উঠে দুর্বিনীত
সবটুকু হৃদয় দিয়ে
ভালোবাসা এঁকে যায় তার দুচোখে
দোলনচাঁপার পাপড়ির পরতে পরতে ছড়িয়ে পরে
হালকা নীল রঙের সুখ!

সেবার শেষ শীতে,, শুকিয়ে মরার আগে
এমন আরও একটা রাত্তিরের অপেক্ষায় ছিল
প্রিয় দোলনচাঁপা !


সুবর্ণা দাশ মুনমুন। জন্মগ্রহণ করেছেন ২১শে ডিসেম্বর,সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে।
বাবা বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাশ ও মা রুমা দত্ত। অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম থেকে।পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন ২০০৯ সাল থেকে।

২০০১ সালে চট্টগ্রামের স্বনামধন্য পত্রিকা দৈনিক আজাদীতে লিখেই তার লেখক সত্তার আত্মপ্রকাশ।
দৈনিক আজাদীতে "জাগো নারী জাগো"র ১৩ টি ধারাবাহিক প্রবন্ধসহ প্রকাশিত হয়েছে তাঁর আরও অনেক প্রবন্ধ,গল্প এবং কবিতা।দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিকসহ স্বনামধন্য ম্যাগাজিনগগুলোতেও লিখছেন তিনি নিয়মিত।
এর মধ্যে প্রকাশিত হয়েছে তার দুটি কিশোরকবিতার বই
পাখির ডানায় মন (২০২২ ইং)
এবং হাওয়া গান ঝিরঝির (২০২৩ইং)
প্রথম বই "পাখির ডানায় মন"এর জন্য পেয়েছেন "স্বকাল শিশু সাহিত্য পুরস্কার ২০২২"

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।