বৈশাখ হলো বাঙালির ভালোবাসা,
নতুন বছরের ঘ্রাণ।
বৈশাখী সুরে ভাসে আজও,
কবিগুরুর চিরনতুন গান।
প্রখর গ্রীষ্মের ভ্রুকুটি সহেও
বর্ষবরণের উৎসব,
বৈশাখ হলো প্রাণের মাঝে
সৃষ্টির বৈভব।
বৈশাখ মানে আগমনী সুরে
একটি বছরের আবাহন,
বৈশাখ হলো মিলনমেলা,
উৎসবের প্রাঙ্গণ।
পাট ভাঙা ঐ ধুতি শাড়িতে
বৈশাখ অপরূপ,
যতোই ছড়াক রবি আপন তেজে
আগুন ঝরানো ধূপ।
বৈশাখ তোমায় আহ্বান করি
চির নতুনের ডাকে,
বছর ভরা আশীষ নিয়ে
ছুঁয়ে দিও তুমি সবাকে।