Homeঈদ সংখ্যা ২০২৪ ছুটির ঘন্টা ।। পিন্টু কর্মকার April 10, 2024 0 আরেকটা রাত কবিতার মত হামাগুড়ি দিয়ে আসে…আমার বুকের ভেতরে শব্দের যাওয়া আসাআমি দুঃসংবাদ কিনি প্রতিদিন;কেউ নেই চেনা বৃত্তে–অদ্ভুত শূন্যতা নেচে ওঠে মনের উপত্যকায়লক্ষ্য নেই আর হাতের তালুতেছুটির ঘন্টা বাজলেই নতুনের আলো… হালিচা: ঈদ সংখ্যা ২০২৪ এপ্রিল ২০২৪ ছড়া-কবিতা নববর্ষ ১৪৩১ পিন্টু কর্মকার Facebook Twitter