খুশীর সময় আসছে আবার ফিরে
আনন্দে সব মাতবো সবাই নীড়ে।
গরম তখন ঢাকবে বদন লাজে
হৃদয় তরীর দ্বারে জীবন বাজে।
রমজানের এই মাসের সময় শেষে
ঈদের সে চাঁদ উঠবে নভে হেসে।
আসবে আবার খুশির জোয়ার মনে
মাতবো মোরা সবাই সবার সনে।
ঈদের দিনে নতুন পোষাক গায়ে
হাঁটবো মোরা সবাই পায়ে পায়ে।
আলিঙ্গনে সব কিছুকে ভুলে
দেব আমরা জীবনটাকে খুলে।
মিষ্টি মুখে সব ভেদাভেদ ভুলে
শত্রু মিত্র মিলবো আবার ঝুলে,
খোদার কাছে চাইবো জীবন তরে
প্রাণটা থাকে ভালো কাজের পরে।
খোদার পথে চলবো মোরা মিলে
পণ সে নেব আমরা সবাই দিলে,
ব্রতী হবো আছি সবার পাশে
জীবন দেবো একটু সুখের আশে।
ঈদের পরেই সালটা হবে ইতি
মনের মাঝে থাকবে জমে স্মৃতি।
নতুন বছর আবার শুরু হবে
নতুন কাজের উদ্দমতা রবে।
নতুন দিনের নতুন রবির সাথে
ছুটবে জীবন রেখে হাতে হাতে।
পাবো আমরা নতুন জীবন ফিরে
রইবে যে প্রাণ খুশির স্রোতের তীরে।।