সুগন্ধি চালের পোলাও
পেটে দাউ দাউ আগুন জ্বালে।
ক্ষুধা হতে আক্ষেপ বাড়ে
আনন্দের ঢেউ জাগে না খুশির সাগরে।
মাংস ফ্রিজের খাবার হয়ে
জমা হয় হিমাগারে।
ঈদ আসে ঈদ যায়
ক্ষুধার উত্তাপে গলে না বরফ।
যেখানে জীবন আছে জীবিকা নেই
ক্ষুধা আছে খাবার নেই
ঈদ আছে আনন্দ নেই
সেখান ঈদ শুধু কেড়ে নেয় নিদ।
অন্যদিকে ঈদ পুনর্মিলনী উৎসব দেখে
আরও কিছু শোক পায়
দেহের কফিনে ঢাকা বেঁচে থাকা শব