নববর্ষ ।। দীপঙ্কর বেরা

 


নববর্ষ নতুন দিনের
আশা ভরসার আলো
সবার জন্য নতুন কিছু
হবেই হবে ভালো।

নববর্ষ নতুন ভাবনা
শুধরে নেওয়া ভুলে
কিশলয়ের ঝরা পাতা 
সাজবে নতুন ফুলে।

নববর্ষ নতুন স্বপ্ন
আবার শপথ নিতে
পুরাতনের গাঁথা মালা
নতুন কিছু দিতে।

নববর্ষ নতুন হিসেব
আবার প্রথম থেকে
পূব আকাশে সূর্য ওঠা
নতুনকে যায় ডেকে।

নববর্ষ নতুন হৃদয়
সবার নতুন আশা
মানুষ মানুষ পরস্পরকে
ছড়াক ভালোবাসা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।