যে শহরে অন্ধকার জমেনি তাকে চিনব কী করে এই
ধন্দে ভুল করে টর্চ কিনে
ফেলেছিলাম একবার।
ভেঙে যাওয়া চশমার কাঁচ
গলে দৃষ্টি রাখলাম নেপথ্যের বাঁকে,
হাঁটু চিরে গেলেও জ্যাম কমেনি
পিচের আচ্ছাদনে পা দুটো গেল খসে
ধীরে ধীরে বেরিয়ে এলাম
টিকটিকির ভাড়াটে পোশাক ছেড়ে
আমার দুটো হাত খুলে নিয়ে
গেছে ধর্ণাধারীরা ।
স্লোগান দেবে বলে
তাপে গলে যাচ্ছে পায়ের নরম
নিরুত্তাপ,
চোরা শীতল স্রোতের একটা কাঠামো অভিমুখ বদলে মিলিয়ে গেলো জ্যামিতিক জটে।