শুভ হোক ।। শ্রী সুব্রত চক্রবর্ত্তী


চৈত্রের শেষে গাজনের সুর
বাসন্তী পূজোর সমাপন
নতুন বস্ত্রে নতুনের আহবান
নব প্রভাতে এসো হে বৈশাখ।

পরিবর্তন হয় শুধু সংখ্যার
পুরানো আসে হয়ে নতুন
ফিরে দেখা,এসেছি যা ফেলে
সাফল্য গাঁথা কাহিনী নেই সেখানে।

তথাপি যখন এসেছো নতুন
তোমাকে হৃদয় থেকে করি বরণ
হালখাতা,মুখ মিষ্টি করে আয়োজন
নতুন বছরে হোক,সকলের মঙ্গল।

তীব্র দাবদাহে অতিষ্ঠ সবাই
কালবৈশাখীর প্রলেপ স্বস্তি দিক
বৃক্ষ আজ হয়েছে নিঃশেষ
সভ্যতার জন্য হয়েছে বলিদান।

মানবতার পূজারী হোক মানুষ
দুবেলা দুমুঠো জোটে যেন ভাত
বৃক্ষ রোপন করে বাঁচাও জীবন
শুভ হোক সফল হোক,নববর্ষ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post