ঈদের খুশি ।। মুহাম্মদ মুকুল মিয়া



রোজার শেষে চাঁদ ওঠেছে
করবো আমি ঈদ,
নতুন জামা পরবো গায়ে 
নাইতো চোখে নিদ।

আতর-গোলাপ-সুরমা মেখে
ঈদগাহেতে যাবো, 
মায়ের হাতের ফিরনি পোলাও 
পেটটা ভরে খাবো।

ধনী-গরিব নেই ভেদাভেদ 
নামছে খুশির ঢল,
টুপি মাথায় ছোট্ট খোকা 
হাসছে খলোখল।

আমরা সবে আলোর পাখি 
আলো করি দান,
এমন খুশির ঈদের দিনে
গাইযে সুখের গান। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post