রোজার শেষে চাঁদ ওঠেছে
করবো আমি ঈদ,
নতুন জামা পরবো গায়ে
নাইতো চোখে নিদ।
আতর-গোলাপ-সুরমা মেখে
ঈদগাহেতে যাবো,
মায়ের হাতের ফিরনি পোলাও
পেটটা ভরে খাবো।
ধনী-গরিব নেই ভেদাভেদ
নামছে খুশির ঢল,
টুপি মাথায় ছোট্ট খোকা
হাসছে খলোখল।
আমরা সবে আলোর পাখি
আলো করি দান,
এমন খুশির ঈদের দিনে
গাইযে সুখের গান।