মধ্যবিত্তের ঈদ ।। রুমানা আক্তার রত্না


একটি ছেলে মায়ের কাছে
বায়না করে রোজ।
মাগো আমায় ঈদের
জামার নেই কেনো গো খোঁজ?
আমার খেলার সব সাথীরা
কিনেছে কবে নতুন জামা।
আমার জন্য বাবা কবে আনবে
কিনে নীল কালারের জমা?
বাবা বাড়ি ফিরে এলে, বলে দিও তাকে
আমার জন্য নীল জামা আনতে।
খোকার মুখে এমন কথা শুনে
বউটি তাহার স্বামীর কাছে বলে।
এই অভাবে আমার জন্য লাগবে  
না গো নতুন  কেনার 
তুমি বরং খোকার জন্য কিনে এনো
নীল কালারের জামা ।
সারা বাজার ঘুরলো বাবা
কিনতে নতুন জামা
তার পকেটের টাকা দিয়ে হয়না 
কেনা নীল কালারের জমা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post