সঙ্কটে ।। গোলাম রববানী

 


ভীষণ কষ্টের স্রোতে ভেসে যেতে ইচ্ছে করে
ইচ্ছে করে কষ্টানলে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে
মানুষ গড়ার কারিগর শৈলস্বার্থবজ্রের আঘাতে
হয়তো এই মরণব্যাধি চেয়ারের মগজে মগজে 
থেকে যাবে চিরকালের কল্যাণে, বিভ্রান্ত মগজজুড়ে-
সেই উত্তরণের প্রগতি সেই জলজ্যান্ত ব্যথার বহরে

একি শুধু ছলনার সুর না-কি শুধু প্রতারণার রণ 
ইচ্ছে হলেই কোমল গলে ঢালে নীলকণ্ঠের অমৃতবাণী 
যেতে যেতে পথে পথহারা পথিক গরল দীর্ঘশ্বাসে
প্রশ্নবিদ্ধ কণ্ঠনিঃসৃতের তলানিতে পেলাজিকের মতো 
পথপ্রদর্শকেরা আবাস গড়ে, যেমন ঘর বাঁধে মাছেরা
ওয়েডেল সাগরের তলদেশে: গুরু যেন বরফের মাছ

ছলনার ছিনাল ছলচাতুরীর পাকে পাকে বেঁধে নেয় 
অভিমানের মন মেঘমেদুর তবু যেন মেঘহীন মেঘ
গাছে তুলে দিয়ে গোড়া কেটে যেন পানির ঢালার মতো
বাঁচিয়ে রাখছে ধড়, ধর সোনার বাংলা জীবিতবৃক্ষ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।