সবাই ঝকঝকে রোদে হেঁটে গেছি,
অনেক দূর -
কচিপাতা সবুজ ঘাস মাড়িয়ে,
শিশিরে পা ভিজিয়ে,
লতা-গুল্মের ঝোপঝাড় পেরিয়ে,
রসালের সুশীতল ছায়া অবগাহনে।
হঠাৎ বৈরী হাওয়া,
হাওয়ায় ভেসে পঙ্গপাল,
অদৃশ্য বিজানু চীন থেকে ইরান ইটালি,
ভারত বাংলাদেশেও,
অবশেষে বাড়ির পাশেও।
গজব আর গুজবের ঘোর-অন্ধকার।
লকডাউন,কোয়ারেন্টাইন,আইসোলেশন,
একাকিত্ব, গৃহবাস যেন গুহাবাস,
উসখুস মৃত্যুভয়ে দিনযাপন।।