করোনাকাল ।। শরিফ উল্যাহ




সবাই ঝকঝকে রোদে হেঁটে গেছি,
             অনেক দূর -
কচিপাতা সবুজ ঘাস মাড়িয়ে, 
      শিশিরে পা ভিজিয়ে, 
      লতা-গুল্মের ঝোপঝাড় পেরিয়ে, 
      রসালের সুশীতল ছায়া অবগাহনে।

হঠাৎ বৈরী হাওয়া, 
      হাওয়ায় ভেসে পঙ্গপাল,
অদৃশ্য বিজানু চীন থেকে ইরান ইটালি, 
           ভারত বাংলাদেশেও,
অবশেষে বাড়ির পাশেও।
গজব আর গুজবের ঘোর-অন্ধকার।
লকডাউন,কোয়ারেন্টাইন,আইসোলেশন,
     একাকিত্ব, গৃহবাস যেন গুহাবাস,
উসখুস মৃত্যুভয়ে দিনযাপন।। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।