নেই ভেদাভেদ কারও মাঝে
আজকে ঈদের দিনে
পড়ব গায়ে নতুন জামা
সবাই খুশি মনে।
মা রাঁধবে ফিরনি সেমাই
খাব সবাই মিলে
ঈদ গাঁয়েতে পড়তে নামাজ
ছুটব দলে দলে।
নামাজ শেষে সবাই মিলে
করব কোলাকুলি
আজকে দিনে হিংসা বিদ্বেষ
থাকব সবাই ভুলি।
পথের ধারে যে ছেলেটি
আছে দুখি মনে
হাত বাড়িয়ে নিব তাকে
আরও কাছে টেনে।
ঈদের দিনটা হোক আনন্দের
সবার জীবনে
সবাইকে নেই কাছে টেনে
খুশির সনে।