বাবার স্মৃতি দিচ্ছে নাড়া
মনের কোনে আহারে,
কোথায় গেলে কি করে
পাবো আমি তারে।
স্বপ্নে বিভোর ঘুম কাটেনা
যতই থাকি জেগে,
মনটা আমার উতলা হয়
না চাইতেও রেগে।
হচ্ছে মনে বাবা ছাড়া
আমি আজ শূন্য
কবে হবে মাবুদ আমার
মনের আশা পূর্ণ।
সালমা আক্তার চাঁদনী
কবি ও ছড়াকার।
ecsandel rhyme, beautiful wonderful
ReplyDelete