আমি চলে যাবো বলে,
কেন তুমি উদাসীন হয়ে গেলে?
কেন জোনাকির আলো গেল নিভে ?
আমি চলে যাবো বলে!
আমি চলে যাবো বলে,
কেন সমুদ্র গর্জে ওঠে,
কেন বনের হিংস্র প্রাণীরাও
যায় নিরব হয়ে?
আমি চলে যাবো বলে!
আমি চলে যাবো বলে,
কেন কৃষ্ণচূড়াও রং বদলায় গভীর রাতে,
কেন প্রকৃতির লীলা গেল থেমে?
আমি চলে যাবো বলে!