ঈশ্বর পালের গদি ঘরে নিওনা আমায়,
আমি যখন মরে যাবো
কোন হিসেব সেখানে নেই আমার
জেনে রেখ নৈসর্গের এ মহাজগৎ।
সামনের এবং পেছনের সবকিছুই
আমার বিকাশ ও বিনাশ।
অর্কেস্ট্রার সুর আমাকে যতটা বিমোহিত করে
তেমনটিও পারেনি সেই পুরনো রাখাল
যার সুর ছিল আধ্যাত্মিক এবং অপার্থিব।
এমনকি সে যুবক
কাঠি হাতে খুলে দিত অন্ধের দ্বার
অথবা হাজারে হাজারে প্রাচীন গ্রন্থজ্ঞানী মহামানব।
সৃস্টি এবং স্রস্টার সম্পর্ক যখন শুধুই দেয়া এবং নেয়া।
আমার অবাধ্য মন পরে থাকবে পৃথিবীর ঘাসে
জন্মাবধি দেখেছি জননীর সমুদ্র গভীর চোখ
সর্বগ্রাসী ক্ষুধা তবু থামেনি –
আমি যখন মরে যাবো
এক জোড়া চোখ শুধু নিয়ে যাবো
অসীমের অন্ধকারে –