শীতের দাপট ।। ফেরদৌসী খানম রীনা



শীতের দাপটে জীবন বিপন্ন
শীত পড়েছে প্রচণ্ড, 
শহরে শীত গ্রামে শীত
শীতের একি কাণ্ড!

কুয়াশার ভিরে সূর্যি মামার
দেখা মেলা ভার, 
হিম শীতল ঠাণ্ডায়
তাপ নেই যে তার।

শীতে ধনীরা থাকে আনন্দে
আর মহা সুখে,
করে বিভিন্ন আয়োজন আর
গরীব থাকে দুঃখে।

শীতে হয় তাদের নানান কষ্ট
লেগে থাকে অসুখ,
নাই বস্ত্র নাই  ঘর নাই বাড়ি 
 নাই মনে সুখ।

শীতের কারণে থাকে না কাজ
থাকে কর্ম বিমুখ,
বিধাতাই তাদের জীবনে 
দিয়েছেন দুখ।

১৩/১/২৪

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।