সম্পর্কের রোদ ঠোটে নিয়ে উড়ে গেছে যে পাখি,
আমি তার ফিরে না-আসাকে ভালোবাসা জেনে পার হয়ে যাই অজস্র খরনদী।
আরও এক ঘুমপাখি রোজ রাত্তিরে চুম দিয়ে যায়।
আমি তার অদৃশ্য ডানায় উড়ে যেতে দেখি কত সম্পর্কের বিকেল,
কোন এক গল্পের ঘোড়ায় চেপে
হয়তো পার হয়ে যাবে সেসব একদিন...