আমার কতো অশ্রু শোক
যেন শুকান অজস্র অশোক-
ভুঁই ফোঁড়ে যেমন উদ্ভিদ,
চাপা দেওয়া নেতিবাচক সম্ভাবনার হঠাৎ উল্লম্ফন।
প্রাকৃতিক মুখ তুলে রেখে,
আপন হতে চলে দুর্বিনীত কৃষ্ণবিবর।
এড়িয়ে যাবার পরের চিরায়ত মুচড়ে ফেলা বোধ
উল্কির সুঁইয়ে প্রিয়মুখ গলে গিয়ে,
একটা একটা বিন্দুতে ভালোবাসা ভাগ হয়ে-
কেবলই অভ্যাসের মতো আঁকা' হয়ে থাকা।
কে চায় অভ্যাস'র মতো দীর্ঘমেয়াদি অসুখ-
কে চায় ভালোবাসা'র মতো ক্ষুদ্র মুদ্রাদোষ!!
আমি,অবিকল আমারই ন্যায় ছবি হয়ে-
চূড়ান্ত স্থিরতায় উল্কির কালি হতে মিশেছি।