দুই প্রহরের সান্ত্বনা ।। সুবাইতা প্রিয়তি


আমার কতো অশ্রু শোক
যেন শুকান অজস্র অশোক-
ভুঁই ফোঁড়ে যেমন উদ্ভিদ,
 চাপা দেওয়া নেতিবাচক সম্ভাবনার হঠাৎ উল্লম্ফন।
প্রাকৃতিক মুখ তুলে রেখে,
আপন হতে চলে দুর্বিনীত কৃষ্ণবিবর।

  এড়িয়ে যাবার পরের চিরায়ত মুচড়ে ফেলা বোধ
উল্কির সুঁইয়ে প্রিয়মুখ গলে গিয়ে,
একটা একটা বিন্দুতে ভালোবাসা ভাগ হয়ে-
 কেবলই অভ্যাসের মতো আঁকা' হয়ে থাকা।
কে চায় অভ্যাস'র মতো দীর্ঘমেয়াদি অসুখ-
কে চায় ভালোবাসা'র মতো ক্ষুদ্র মুদ্রাদোষ!!

আমি,অবিকল আমারই ন্যায় ছবি হয়ে-
চূড়ান্ত স্থিরতায় উল্কির কালি হতে মিশেছি। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।