শরৎতের স্নিগ্ধ আকাশ
শ্বেত শুভ্র কোমল কাশবন
তবু কেন উদাস উদাস মন
কেন পোড়ার বিরহী অনুক্ষণ।
শ্বেত মেঘের জল
নেমে আসে শীতল বৃষ্টি হয়ে
তবু কেন বিরহী আমার হৃদয় পোড়ে
তবু কেন চোখের কোণে অশ্রু বহে।
গোধূলির রঙিন ঐ আকাশে
সোনালী আঁচল ঢাকে;
দিগন্ত ছোঁয়া অস্ত-সূর্য,
মিলনের ছবি আঁকে।
শরৎ, তোমার নীল আকাশ
আমার হবে একদিন;
বিরহী প্রাণ জুড়াবে তখন
স্নিগ্ধ ছোঁয়ায় হবে বিলীন।

কবিতার নাম শরৎতের স্নিগ্ধ আকাশ- কবির নাম হাসান মাহমুদ
ReplyDeleteধন্যবাদ আপনাকে। ঠিক করা হয়েছে।
Delete