পথ যত বন্ধুরই হোক,
আমি থামব না।
বৃষ্টিতে ভিজে, কাদায় ডুবে
আমি হেঁটে যাব, যত দূরই হোক দিগন্ত—
কারণ আমি জানি,
অন্ধকারের পরেই সূর্য উঠে।
হারানোর ভয় আমার নেই—
যে হারাতে জানে,
সে-ই শিখে ধরে রাখতে।
যে একবার পড়ে গেছে,
সে জানে দাঁড়িয়ে থাকা কত পবিত্র শ্রম।
যখন চারপাশে শুধু "অসম্ভব" শব্দের প্রতিধ্বনি,
আমি নীরবে কাজ করি—
আমার নীরবতাই ঘোষণা করে,
আমি এখনো শেষ হইনি।
একদিন, যখন সাফল্য ধীরে ধীরে
আমার দরজায় কড়া নাড়বে,
কেউ জানবে না কতবার আমি ভেঙে পড়েছিলাম—
শুধু আমি জানব,
অধ্যবসায়ই ছিল আমার অন্তরের আগুন,
আমার নিজের শক্তি, আমার পথপ্রদীপ।
হালিচা:
ছড়া-কবিতা