আমার চোখে - সে প্রেমিক পুরুষ
কখনো বা শক্ত মানুষ, দিন দুপুরে হাসির টোলে
উড়িয়ে যে দেয় দুঃখ ফানুস।
হয়তো দানব নয়তো নীরব ভীষণ,
কখনো আকাশের তারা,
কখনো খুব গোছালো আবার কখনও দিশেহারা।
মিছে আবেগ লুকায় সে যে, মুখ গম্ভীর গালে।
কখনও বা আবেগ উড়ায়! ঘুড়ি খেলার ছলে।
একটি বাক্য কত মূল্য ? হাজার কথা বলে।
আবেগে জোছনা ঢালে, বিবেক যুক্তি রাখে।
নিঃশ্বাসে দেয় মায়া বিসর্জন, ব্যস্ত কোলাহলে।
বড্ড চাপা , দোনোমনা একটু আধটু করে!
অভিমান তার মেঘের আড়াল বর্ষা হয়ে ঝড়ে।
অবিরত তারার মতো সে মিটিমিটি জ্বলে।
(আমার চোখে ।। ইয়াসমিন রুবা)