নুসরাত জাহান'র গল্প বিষন্নতার ঈদ ।। বর্ণপ্রপাত


আজ ঈদ, গোমরা মুখে বসে আছে সামিয়া। অথচ কত প্লান ছিল! কবে আসবে ঈদ, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। বড় আপু আর লনা চাচী এই ঈদে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা থাকলেও কেউই কথা রাখেনি। তাসফিয়া, তাওহিদ আর মুনতাহা সহ চাঁদরাতে বড় আপুর কাছে মেহেদী দিতে গেলে একটু মেজাজ দেখিয়েছিল ঠিকই। তবে প্রতিবছরের মত সবার হাতে যত্ন করে মেহেদীও রাঙিয়ে দিয়েছে। গতরাতে সবাই মিলে অনেক মজা আর হৈ-হুল্লোড়ও হয়েছে। তবে আজ ঈদের দিনে ঘুরতে যাবার ব্যাপারে কেউই রাজি হচ্ছে না কেন! প্রতিবছর তো ঈদের দিনে শেফা আপুরা আসে। অনেক ঘোরাঘুরি হয়। এবার ওরাও আসে নি। কেমন যেন বিষন্ন চারদিক। উৎসব, অথচ কোন আমেজ নেই।

বড়আম্মু আমের আচার খেতে ডাকছে। কিছুতেই সাড়া দেওয়া যাবে না। যতক্ষণ না কেউ ঘুরতে নিয়ে যেতে রাজি হচ্ছে। আপু টুকিটাকি কাজ করছে আর মাঝে মাঝে তার দিকেও লক্ষ্য করছে। করুক গে, আজ কিছুতেই রাগ ভাঙ্গানো যাবে না।
 আপুটাও না কেমন যেন হয়েগেছে৷ এবার এতদিন হয় বাড়ীতে এসেছে আমাদেরও স্কুল ছুটি কিন্তু বাইরে কোথাও নিয়ে যায় না।

আপু হুট করেই সামিয়ার পাশে এসে বসলো। এত দিন তার স্কুল ছুটির কারণ জানতে চাইল। সামিয়া কথা বলবেনা বলেই ঠিক করেছিল। তবুও বলল, 'করোনা নামে কি একটা অসুখ ছড়াচ্ছে জন্য স্কুল ছুটি।' যদিও সে অনেক ছোট, মাত্র ক্লাস টু এ পড়ে তবুও এতদিনে টিভি আর বড়দের কথায় করোনা নামক মহামারির সম্পর্কে তার কিছুটা হলেও ধারনা হয়ে গেছে। অভিমানী গলায় থেমে থেমে সেই ধারনাই ব্যক্ত করল আপুর কাছে। আপু তাকে বুঝিয়ে বলল, ' এটা আমাদের মাঝেও ছড়াক সেটা কি তুমি চাও?'
সামিয়া: কক্ষনো না।
আপু: তাহলে এবার আর আমরা কেউ বাইরে যাব না। বাড়ীতেই সবাই মিলে মজা করব। ঠিকআছে?
সামিয়া: পরের ঈদে বেড়াতে নিয়ে যাবে তো?
আপু: হ্যাঁ মণি। আল্লাহর কাছে বল এই অসুখটা পালিয়ে যাক। আমরা সবাই মিলে বেড়াত যাব আর প্রচুর মজা করব।

এতক্ষণে সামিয়ার মুখ থেকে কালোমেঘ সরে গেছে। সে আমের আচার খেতে হাসিমুখে বড়আম্মুর কাছে চলে গেল। 
আর আপু খোলা জানালা দিয়ে
বাইরের কালোমেঘে ছেয়ে যাওয়া আকাশটার দিকে তাকিয়ে ভাবতে লাগল এই ছোট্ট মানুষটাকে দেওয়া কথাটা আসলেই কি রাখা যাবে! আচ্ছা, বিষন্নতার এই কালোমেঘ কি ততদিনে সড়ে যাবে আকাশ থেকে! প্রার্থনা একটাই, 'আর কোন উৎসব যেন এমন মহামারীর সঙ্গে কাটাতে না হয়। আল্লাহ্ যেন আমাদের মাফ করে দেন'।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. খুবই ভালো লিখেছেন আপু

    ReplyDelete