আশরাফ রাসেল'র কবিতা


শেষ মিনতি

চারিদিকে যখন বিষন্ন বাতাসে বিরহ নৃত্য করে
যখন তামাম প্রেমিকেরা প্রেমিকার নগ্ন উষ্ণতা অগ্রাহ্য করে রাজপথে নেমেছে
আমি এই বৈরি বিকেলে তখন উদ্ভাসিত সভামঞ্চে দেখেছি তোমার নয়নে নয়নে উজ্জল প্রেমের বর্ণাঢ্য আয়োজন।
বেগুনি-নীল শাড়ির খাজে সযতনে আঁটা অনাহারী প্রেমের বাজিকর সৌন্দর্য, কুন্তলে আঁকা হাসনাহেনার নেশাকর করতালি
কবিতার মঞ্চে দাড়িয়ে পরিপক্ব যুগল ঠোঁটের বুনিয়াদি উচ্চারণে
প্রতিটি পদে পদে তো দেখেছি তোমার তৃষ্ণার্ত প্রেমের অসহায় আর্তনাদ!
বুঝি কতকাল বুভুক্ষু আছ তুমি আমারই মতন।
জনম ধরে উপাসিত,স্পষ্ট-অস্পষ্ট, স্বলাজ-সংগোপনে সাতরঙা ফুলে যারে পুজেছি বহুকাল সে যেন আজ হৃদয়ে নৃত্য করে কবি ও কবিতার আক্ষরিক ছন্দে!
তুমি আমায় প্রেম দাও, বিষাদিনী
আমায় গ্রহন করো
আমায় ধন্য করো ওগো,
বেওয়ারিশ প্রেমগুলোকে আশ্রিত করো তবু।
এই একটিবার, এই শেষবার
শুধু একবার
এই শেষ মিনতি আমার রাখো।

২৫ অক্টোবর, ২০১৯

2 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।