মাসুম বিল্লাহ'র কবিতা আমাদের কিছু নেই ।। বর্ণপ্রপাত


এবার আমাদের কোন ঈদ নেই,
গোলাভরা ধান নেই , 
চালও মজুদ নেই,
নতুন কোন কাপড় নেই,
সেমাই-চিনিরও কোন প্যাকেট নেই,
ফিতরার সেই টাকা নেই,
মানুষ মানুষের জন্যে নেই,
কারো সুখ নেই, ভয়ের তো কোন শেষ নেই,
মসজিদে মুসল্লী নেই,
ঈদগাহে সেই জমায়েত নেই,
এ বাড়ি ও বাড়ি যাওয়ার সময় নেই,
মেহমানদারির খোঁজ নেই,
পথেঘাটেও মানুষ নেই,
 ব্যস্ত সেই পথে ব্যস্ততা নেই,
ব্যাংকে কোন ভীড় নেই,
বাজার সদাইয়ের কোন তাড়া নেই, 
বাড়ির সেই কর্মক্ষম ছেলেটিও এবার বাড়িতে নেই, 
চাকুরীটাও বুঝি আর নেই,
মাস শেষে তার বেতন নেই,
আমোদ-ফুর্তির কোন আকাঙ্খা নেই,
ঈদ-উল্লাস বলে কোন বালাই নেই,
সব চুপ, নির্ঘুম, ভয়ংকর রাতে,
বেলা উদয়নে বেলা শেষে কারো কোন ক্লান্তি নেই, 
শান্তির কোন খোঁজ নেই,
কারো মৌলিকত্বের অভাব নেই,
কেউ বা আবার সেসবের কাছে নেই, 
দিন যায়, ভয় বাড়ে, মৃত্যু টাও কাছে ডাকে, 
এতো কিছু কেড়ে নিয়েও যেন আমাদের
সেই সুন্দর পৃথিবীটা নেই।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।