লোকমান হাকিম'র কবিতা



অভিসারের সবটুকু সুখ

কোথায় আছো?
কেমন আছো?
কিছুটাতো জানাতে পারো?
প্রযুক্তির সময় চলে
সব কিছুইতো হাতের কাছে
অভিমানের খেয়ায় ভেসে
কেমন তুমি দূরেই থাকো!
পুরোটা নয়
কিছুটা রোদ্দুর আলগোছে
আমার জন্য রাখো।

জাতি বলো
রাষ্ট্র বলো
কিংবা গণতন্ত্র
সবকিছুতেই আমার চাই
ভালোবাসাই মূলমন্ত্র।

এখন ভীষণ আকাল সময়
অভিমানের সময় নয়।
যেখানে থাকো
যেমন থাকো
এবার তুমি চলেই আসো
এবার প্রিয়া নামতেই হবে
প্রয়োজনের পথে-পথে।
রাষ্ট্রটাকে গড়তেই হবে
ভালোবাসার একটি রাষ্ট্র-
যেমন হয়।
যেন অভিসারের সবটুকু সুখ
তোমার আমার সমান হয়।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।