আব্দুর রহিম'র কবিতা হে মানবী ।। বর্ণপ্রপাত


কাঁচের পুতুল ভেবে ভেঙেছো হৃদয়,
মনের মাঝে তবো উঠে ক্ষণ প্রলয়?
রুগ্ন বন্ধুত্বের আলোহীন বাতায়নে,
নগ্ন অজুহাত তবো শৃঙ্খল পরনে।
না আছে দিশারীর, নেই কেহ প্রেরণা,
হাহুতাস নয় সেথায় কিছু রয়না। 
রসাতলে আলোদান; পঁচা সেথা ঘ্রাণ?
লিখনী নিয়তীর যতো আছে যাতন।
পিঁপড়ার সারিসমো কষ্টের রোদনে,
কালোমেঘ জমে আছে উত্তর গগনে। 
মস্ত তবো হৃদ; তাতে না আছেকো প্রাণ,
রুসে রুসে জমে থাকে বরফ সমান।
নষ্টের কষ্ট বুঝতে তবো লাগে খরা,
নাসিকা বন্ধ করো যেনো আঁষটে ধরা?
হাসির ঝিলিক তোমার যাইনি ভুলে,
রজনী সময় শুধু কাটে দুলে দুলে।
লিখনী চলমান তবু তমসায় ঘেরা,
পিষ্ট মনের মাঝে তুমি থাকো অধরা।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


2 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. পিষ্ট মনের মাঝে তুমি থাকো অধরা

    সুন্দর হয়েছে ভাই

    ReplyDelete