হাসু কবির'র কবিতা ঈদ হোক হাসিখুশি ।। বর্ণপ্রপাত


প্রিয়জন কাছে পেতে 
ভয় ঠেলে সব
করোনার কথা ভুলে 
পথে কলরব।

শিকড়ের সুখ পেতে
নাড়িরও টান
ছোটাছুটি পথে ঘাটে
বাজী রেখে প্রাণ।

মরণের কথা ভুলে
যম সাথে করে
ফিরে যেতে অস্থির
নিজ নিজ ঘরে।

ভুলে গেছে এই ফেরা
ফ্যামিলির ঝুঁকি
তবুও যে ক্যান সব
হলো ঘরমুখী।

যাইহোক যেভাবেই
বাড়ি গেল যারা
ঈদ হোক হাসিখুশি 
ভালো থাক তারা।

কালিয়াকৈড়, উল্লাপা, সিরাজগঞ্জ।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. কবিতার সাথে ছন্দ সচেতনতা অসাধারণ ।

    ReplyDelete