নিম্মি হকের কবিতা 'নিমন্ত্রণ'

হে প্রিয় নবরূপে তুমি রামধনু
অম্রমুকুলের ঘ্রাণ
চিরায়িত শিমুল ফুলে
কৃষ্ণচুড়ার বাহার।
প্রভাতে সু-মিষ্ট কোকিল তুমি
বাতাবী লেবুর সুঘ্রাণ।
স্নিগ্ধ পায়ে হেঁটে আসা শিশির তুমি
জ্যোৎস্না মাখানো আধফালি চাঁদ।
মেঘের গর্জনে ঝরেপড়া
একবিন্দু জল তুমি
উড়ে আসা পঙ্খিরাজের দল।
হাওয়ার ছন্দে ভেসে আসা ঢেউ তুমি
বাঁশবাগানে জোনাকির আলোয় প্রস্ফুটিত দল।
ফুলের রেণুতে মৌমাছির চুম্বন তুমি
আষাঢ়ে বর্ষার নিমন্ত্রণ।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post