আমি আবারো লিখবো কবিতা —সুজন রায়


আবার লিখবো কবিতা,
তবে তোমাকে পাবার জন্য নয়।
ছন্দে-অক্ষরে দিবো না তোমায় দোষ
অনুমানে রেখ না সংশয়।

আজ কবিতা হবে লেখা;
যেহেতু প্রশ্ন চারিদিকে—
আজও কেন গোলাপ লাল
অথচ; ভালোবাসা ফিকে?

আছে যার, পাবে সে
অভাগার ব্যর্থ চাওয়া পাওয়া।
তবে তুমি জেনে রাখো—
আমি; আবারো লিখবো কবিতা।

রচনা : ৩০ ও ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post