কর্মফল ।। বিপুল রায়



ছিঁড়া কাপড় দেখি মাওয়ের বেটাক নাগে শরম
ন্যাকড়া পিন্দা বাপোক দেখি বেটার উঠে গরম!

এতয় যুদি শরম রে তোর-- টান সংসারের হাল
সেলা বুঝিবু সংসার চালা টক, মিষ্টি না ঝাল।

হাড়িয়া কোনাত ম্যাঘ জমিলে বাপের টনক নড়ে
কি করে আর কি না করে-- ধরফর করি মরে!

তুই যে বেটা গাবুর হসিস-- হুলাত নজর দিস?
বাপের কাজটা কাড়ি নিয়া অল্প-কোনেক করিস?

কিসের এত শরম রে তোর? কিসের এত গরম?
তুই পিন্দিস দামী জুতা, বাপের ঠ্যাঙোত খরম!

ঘরের খুঁটি নড়বড়ে তোর! সংসারের হাল ধরেক
বাপ করেছে তোর এতকিছু, তুইও কিছু করেক।

সেলা দেখিস বাপ-মাও তোর ক্যামন ছিঁড়া পিন্দে;
ক্যামন সেলা শরম নাগে... কুন মানষিটা নিন্দে।

তারিখ: ২৭.০৪.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post